সকল মেনু

মহেশপুর ৫৮ বিজিবি’র হেড কোয়ার্টারের স্থাপনার শুভ উদ্বোধন

indexএস,আই মল্লিক, ঝিনাইদহ: সোমবার সকালে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার স্থাপনার শুভ উদ্বোধন ও সীমান্ত এলাকায় বসবাসকারী অস্বচ্ছল পরিবারবর্গের মাঝে সমৃদ্ধীর পথে সীমান্ত প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করেন বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ(বিজিবিএম,পিবিজিএম,পিএসসি,জি)। মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের পাশে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন হেড কোয়ার্টার স্থাপনার উদ্ধোধন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজিবি’র মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ( বিজিবিএম,পিবিজিএম,পিএসসি,জি)। এ সময় উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার দক্ষিণ-পশ্চিম যশোর, সেক্টর কমান্ডার কুষ্টিয়া সেক্টর, সেক্টর কমান্ডার খুলনা সেক্টর, বিজিবি’র অধিনায়কগন, জেলা প্রশাসক ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর সহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগন ও সীমান্ত এলাকায় বসবাসকারী অধিবাসী, স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিগন। ৪৭, বর্ডার গার্ড ব্যাটেয়িনের তত্তাবধানে সমৃদ্ধির পথে সীমান্ত(সপসী) প্রকল্পের আওতায় ২৯টি গরীব পরিবারের মধ্যে ১১টি সেলাই মেশিন, ৭টি অটো ভ্যান, ১টি নছিমন, ২টি স্যালো মেশিন ও ২টি ইঞ্জিন চালিত নৌকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্তে হত্যা, মাদক চোরাচালা এবং নারী ও শিশু পাচার রোধ কল্পে সীমান্তে বসবাসকারী জনগণের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে এ সকল উপকরণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সীমান্তে অপরাধ ও চোরাচালান বন্ধে বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে এ সকল অপরাধ নির্মুল করা আরো সহজতর হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় সীমান্ত ব্যাংক নামে একটি ব্যাংক আগামী এপ্রিল মাসে চালু করা হবে। এছাড়া বাংলাদেশের ৪হাজার ১শ ৫২কিলোমিটার সীমান্ত পর্যায়ক্রমে কাটা তারের বেড়া নির্মনা করা হবে। এ বছর ২শ কিলোমিটার সীমান্তে কাটা তারের বেড়া নির্মান করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে গরু আসা বন্ধ হলে সীমান্তে হত্যা বন্ধ হবে। সরকার পর্যায়ক্রমে বিওপির আওতাভুক্ত সকল রাস্তার উন্নয়ন করবে। বর্তমান সরকার বিজিবি’র সদস্যদের এক মাসের ছুটির পরিবর্তে ২মাসের ছুটি বৃদ্ধি করেছে এবং সেনাবাহিনীর ন্যায় অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের স্থাপনার ফলক উন্মোচন করেন। সকালে খালিশপুরে পৌছালে স্বাগত জানান, ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top