সকল মেনু

বান্দরবানে চলছে মিয়ানমারের নাগরিক শুমারি

৯.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ ফেব্রুয়ারি : অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা বান্দরবানেও চলছে বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক শুমারি কার্যক্রম।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুমারির কাজ চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, দু’ধাপে সম্পন্ন হবে এ শুমারি কার্যক্রম। প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। পরে সেসব বাড়িতে কালো কালি দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া হবে। তবে কোনো বাড়িতে মিয়ানমারের নাগরিক রয়েছে বলে সন্দেহ হলে সেই বাড়িতে লাল কালির সাংকেতিক চিহ্ন দেওয়া হবে। পরে ওসব বাড়িতে দ্বিতীয় ধাপে শুমারি করা হবে।

বান্দরবান পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, জেলার ৭টি উপজেলায় রোহিঙ্গাদের চিহ্নিতকরণের লক্ষ্যে প্রাথমিক ভাবে মাঠপর্যায়ে কাজ করছেন ২২৪জন কর্মী। তারা ১৮ জোনে বিভক্ত হয়ে ৬ দিনব্যাপী তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহিত তথ্যগুলো ঢাকায় পরিসংখ্যান কার্যালয়ে পাঠানো হবে।

মার্চের শেষ দিকে চূড়ান্ত শুমারির কাজ শুরু হবে বলে জানান তিনি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top