সকল মেনু

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণে বাংলাদেশের উদ্বেগ

২.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১০ ফেব্রুয়ারি :  উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণে প্রতিবেশী ও পশ্চিমাদের মতোই গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়।

এত বলা হয়, এটা স্পষ্টভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন। বাংলাদেশ আশা করে উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকবে।

গত রোববার উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে উৎক্ষেপণের পর রকেটটি জাপানের দক্ষিণ অংশের ওকিনাওয়া দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়।

পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য এই রকেট উৎক্ষেপণের কথা উত্তর কোরিয়ার সরকার আগেই জাতিসংঘকে জানালেও সমালোচকরা এটা মোটেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাদের দাবি, নিষেধাজ্ঞার মধ্য দিয়ে উত্তর কোরিয়া মূলত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top