সকল মেনু

চরের ঘরে ঘরে সৌরবিদ্যুৎ

Faridpur1454090541নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ জানুয়ারী :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফরিদপুরের চরের উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। চরের প্রত্যেক ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। চর বা ডাঙ্গা বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই ফরিদপুরবাসী।’

শুক্রবার বিকেলে মন্ত্রী ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন চরে বসবাসকারী ৫০০ পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ সামগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।

বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে মন্ত্রী আরো বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

অনুষ্ঠানে মন্ত্রী ফরিদপুরকে সম্পূর্ণরূপে চাঁদাবাজমুক্ত রাখার ঘোষণা দেন।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top