সকল মেনু

‘জেএমবি’ পরিচয়ে রাবি শিক্ষককে হুমকি

Rajshahi_u_327986539নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৬ জানুয়ারী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজের কাছে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণের হুমকিও দেয়া হয়েছে।

এ ঘটনায় হাসান পারভেজ সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি অভিযোগে বলেন, সোমবার দুপুর ২টা ৫০মিনিটে একটি (০১৮২০১৪৩৯৪৪) নাম্বার থেকে আমাকে ফোন করা হয়। রিসিভ করার পর জেএমবি পরিচয় দিয়ে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমার পরিবারের কাউকে অপহরণের হুমকি দেয়। কথা বলার এক পর্যায়ে ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই মঙ্গলবার দিবো। টাকা কোথায় দিতে হবে তা মঙ্গলবার জানাবে। তারা আনুমানিক বেলা ১১টায় টাকা দিতে বলেছে।

বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top