সকল মেনু

মেঘনা নদী থেকে ৫০ লাখ টাকার কাঠসহ জাহাজ আটক

index নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদী থেকে ৮০ জন শ্রমিকসহ কাঠবাহী ৮টি জাহাজ আটক করা হয়েছে । বৈধ কাগজপত্র না থাকায়  এসব জাহাজ ও কাঠ জব্দ করে বিআউডব্লিটিএ । আটকৃত কাঠের দাম প্রায় ৫০ লাখ টাকা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুরের লগ্নীমারারচর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিআইডাব্লিউটিএ।

চাঁদপুর বিআইডাব্লিউটিএ উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধ নৌযানের বিরুদ্ধে সকাল থেকে শুরু হয় অভিযান। এরই ধারাবাহিকতায় মেঘনা নদীর লগ্নীমারা চর এলাকায় অভিযানের সময় বৈধ কাগজ পত্র ও সনদ দেকাতে না পরায় বাল্কহেড জাহাজ গুলো আটক করা হয় । তাছাড়া বাল্কহেডে থাকা কাঠগুলোও বৈধভাবে আনা হয়নি। তাই কাঠগুলোও জব্দ করা হয়েছে। আর শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে । এ ব্যাপরে নৌ যান আইনে থানায় মামলা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top