সকল মেনু

কোষাধক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ; শিক্ষা অফিসার এর হস্থক্ষেপ কামনা

index মো শৌরভ মীর: জেলার বন্দর থানাধীন মদনপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান ও কোষাধক্ষ্য শাহ আলম এর দূর্ণীতি তুঙ্গে।সুত্র মতে যানাযায় প্রধান শিক্ষক নাজমুর হাসান গত তিন বছর আগে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন।দায়িত্ব গ্রহনের প্রথম থেকেই তার বিরুদ্ধে না না অনিয়মের অভিযোগ উঠে আসে।আন্য দিকে শাহ আলম গত ষোল বছর থেকে রহমানিয়া উচ্চবিদ্যালয়ের কোষাধক্ষের দায়িত্ব পালোন করে আসছেন।দায়িত্ব গ্রহনের প্রথম দিকে অতি দক্ষতার সাথে দায়িত্ব পালোন করল্ওে গত তিন বছর থেকে হঠাৎ  তিনি বেপরয়া হয়ে উঠেন।।স্কুলের  কোষাধক্ষ্য শাহ আ্লম এই তিন বছর এ হয়ে উঠেছেন একটি বাড়ি ও কয়েক কাঠা যায়গার মালিক। এই দুইজনে যোগসাজে মদনপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়েরে মত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন তাদের বানিজ্যক আখরা হিসেবে।  বিশ্বস্থ সুত্রে যানা যায় বর্তমান সরকারের  প্রধানমন্ত্রির ঘোষনা অনুযায়ি সারা দেশে এক নাগাড়ে শিক্ষার্থীদের মাঝে বই্ বিতরন করা হল্ওে মদনপুর  রহ-মানিয়া উচ্চবিদ্যারয়ের শিক্ষার্থীদের কপালে তা জোটেনি, শুধু এই নয়, স্কুলের প্রত্যেক শিক্ষার্থী থেকে নিয়মের ছেয়ে বেশি টাকা বেতন আদায় করা হচ্চে বলে  অভিযোগ প্ওায়া গেছে। ভর্তি ফি ও অনেক বেশি আদায় করা হচ্ছে বল্ওে জানাযায় । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অতিরিক্ত মহা পরিচালক ডা. সায়মা খাতুন সময় টিভির এক সাক্ষাৎকারে বলেন যারা সরকারের নিয়মের বাহিরে অতিরিক্ত টাকা আদায় করে , তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা ন্ওেয়া হবে। মনুষের মুখে শুনা যাচ্ছে শাহ আলম মাষ্টার  নাকি আলাদিন এর চ্যারাগ পেয়েছেন। বিভিন্ন দৈনিক পত্রিকা গুলোতে তাদের দুর্নিতির চিত্র তুলে দরতে প্রায় দেখা যাচ্ছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top