সকল মেনু

‘পোয়েট অব পলিটিক্স’ গ্রন্থটি সংরক্ষণের নির্দেশ

Muzjib_694361091নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৮ জানুয়ারী :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা ‘পোয়েট অব পলিটিক্স’ গ্রন্থটি শিক্ষা মন্ত্রণালয়ে সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে সত্ত্বাধিকারী করে গ্রন্থমালাটি সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী সদয় অনুশাসন দিয়েছেন।’

‘বর্ণিতাবস্থায়, পোয়েট অব পলিটিক্স গ্রন্থটি সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুশাসন মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষা মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও গ্রন্থটি সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও তার জীবন পরিচয় সংবলিত গোলাম মওলা সংকলিত গ্রন্থটি সংরক্ষণের জন্য এর আগে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top