সকল মেনু

গাজীপুরে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

full_1518694890_1426428517নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৭ জানুয়ারী : গাজীপুরের কালিয়াকৈরে মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মো. সেকান্দার আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার চা বাগান এলাকায় তুরাগ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত সেকান্দার টাঙ্গাইলের মির্জাপুরের ধরলা গ্রামের মদন আলীর ছেলে। কালিয়াকৈরের নয়াপাড়া এলাকায় শ্বশুর আব্দুল জব্বারের বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন তিনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে তুরাগ নদের পাড়ে সেকান্দারসহ ১৫ থেকে ১৬ জন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। একটি টিলার মতো স্থানে নিচ থেকে মাটি কাটায় উপরের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সকালে সেখানে ফের মাটি কাটতে গেলে আকস্মিক তা সেকান্দারের উপর পড়ে যায়। এ সময় ছুটোছুটি করে অন্য শ্রমিকরা দূরে চলে যেতে পারলেও সেকান্দার মাটি চাপা পড়েন।

খবর পেয়ে আশপাশের লোকজন ও অন্য শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে সেকান্দারের মৃতদেহ উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই মৃতদেহ তার নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাদী না থাকায় কেউ অভিযোগ করেনি। তাই এ ঘটনায় মামলাও হয়নি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top