সকল মেনু

বুয়েট ছাত্র দীপ হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় পরিণত

images (2)আদালত প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরিফ রায়হান দীপ হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় পরিণত হয়েছে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান দ-বিধির ৩০২ ধারা সংযুক্ত করার আবেদ করলে ঢাকা মহানগর হাকিম হারুন অর রশীদ এ আদেশ দেন। এ ব্যাপারে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, এ মামলায় গত ১৭ এপ্রিল আসামি মেজবাহকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মেজবাহ বুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। পরদিন ১৮ এপ্রিল মেজবাহ নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারকের কাছে স্বীকারোক্তি মুলক জবান বান্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ রায়হান দিপ। হেফাজত কর্মী মেজবাহ উদ্দিন গত ৯ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে বুয়েট ছাত্র দ্বীপকে কুপিয়ে জখম করে। যে কারণে দ্বীপ নিহত হয়েছে। মেজবাহ দ্বীপের হত্যাকারী। আসামি মেজবাহ দ-বিধির ৩০২ ধারার অপরাধ করেছেন। বুয়েট ছাত্র আরিফ রায়হান দিপ গত মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় দীপের বড় ভাই মো. রিয়াজ মোর্শেদ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। মামলায় দ-বিধির ৩২৪, ৩২৬ ও ৩২৭ ধারার অভিযোগ আনা হয় আসামির বিরুদ্ধে। আসামি মেজবাহ বর্তমানে কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top