সকল মেনু

সেনা হেলিকপ্টার বিধ্বস্ত ধামরাইয়ে

fdfgহটনিউজ: ঢাকার ধামরাইয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন। ত্রুটি দেখা দেয়ায় জরুরি অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ধামরাইয়ের বরদাইল এলাকায় বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।আহত লেফটেন্যান্ট কর্নেল আরিফুল বারীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। আহত অন্যজন মেজর নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সাভার সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবউদ্দিন খান সাংবাদিকদের বলেন, প্রশিক্ষণের জন্য সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে এই হেলিকপ্টারটি নিয়ে দুই সেনা কর্মকর্তা রওয়ানা হন।“যান্ত্রিক ত্রুটির কারণে ধামরাইয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেন তারা। কিন্তু অবতরণের সময় হেলিকপ্টারটি একদিকে কাত হয়ে গেলে পাখা মাটিতে লেগে তা বিধ্বস্ত হয়ে পড়ে।” প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মোল্লা বলেন, “আমি উঠানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে দেখি একটি হেলিকপ্টার আমার বাড়ির দিকে ধেয়ে আসছে।“হেলিকপ্টারটি ঘরের ওপর আছড়ে পড়তে পারে এই আশংকায় আমরা বাড়ি থেকে দৌড়ে বের হই। পড়ে বাড়ির সামনে মাঠে সেটি ভেঙে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top