সকল মেনু

সোনালী ব্যাংকের ৪০ কর্মকর্তার পদোন্নতি

সোনালী ব্যাংকের ৪০ কর্মকর্তার পদোন্নতি
সোনালী ব্যাংকের ৪০ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা, ০৯ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেডের ৪০ জন কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার বিকেলে ব্যাংকটির মতিঝিল প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সচিবালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় অনেক কর্মকর্তা নিজে অথবা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- প্রধান কার্যালয় মানব সম্পদ উন্নয়ন বিভাগের মো. আব্দুল আজিজ; মালিবাগ শাখা প্রধান মো. হারুনুর রশীদ; ভিজিল্যান্স ডিভিশন শাখা প্রধান আ ফ ম উমার আল ফারুক; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর শাখা প্রধান মো. মোদাচ্ছের হাসান; জামালপুর প্রিন্সিপাল অফিসের মো. হাসিন উদ্দিন; প্রিন্সিপাল অফিস চাঁদপুরের মো. মাহতাব ওয়ালী খান; কারওয়ান বাজার শাখা প্রধান মো. আব্দুর রউফ; মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এ কে এম ফজলুল হক; সদরঘাট প্রিন্সিপাল অফিসের এস এম বেলায়েত হোসেন; ঢাকা স্থানীয় কার্যালয়ের মো. মাহবুবর রহমান; রাজশাহী সোনালী ব্যাংক ট্রেনিং ইন্সস্টিটিউটের মো. হাসানুল বান্না; প্রধান কার্যালয় সাধারণ ঋণ বিভাগের কে এম এম রেজাউল করিম; গ্রিন রোড শাখা প্রধান মো. সামসুল হক; প্রধান কার্যালয় মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভির মো. ছায়েদুর রহমান ও এএসএম রফিকুল ইসলাম; বরিশাল প্রিন্সিপাল অফিসের স্বপন কৃষ্ণ দত্ত; রমনা করপোরেট শাখার এ কে এম ফজলুল হক; একই শাখার মীর আব্দুল লতিফ; সিলেট জেনারেল ম্যানেজার অফিসের মো. আব্দুর রউফ তালুকদার; কলেজ গেট (ঢাকা) শাখা প্রধান মো. রেজাউল করিম; প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের সাহেদা মিল্কী; ঢাকার স্থানীয় কার্যালয়ের মো. সাহিদুল ইসলাম; প্রধান কার্যালয়ের এডি ব্রাঞ্চেস ইন্স. অ্যান্ড মনিটরিং ডিভির মো. নুরুল হক; সদরঘাট ঢাকা করপোরেট শাখার মো. সামছুল আলম; রাজউক ভবন শাখা প্রধান মনতোষ ভৌমিক; উত্তরা মডেল টাউন শাখা প্রধান কাজী নজরুল ইসলাম; প্রধান কার্যালয়ের সমন্বয় বিভাগের জামিল রায়হান ফেরদৌস; ঢাকা ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার এ কে আহমেদ ফজলুর রহমান; ঢাকা নগর ভবন শাখা প্রধান মল্লিক আব্দুল্লাহ আল মামুন; প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের আব্দুস সালাম; দিনাজপুর প্রিন্সিপাল অফিসের সাময়িক ইনচার্জ এ টি এম একরামুল হক; প্রধান কার্যালয়ের পার্সোনেল ম্যানেজমেন্ট বিভাগের মো. আনোয়ার হোসেন; প্রধান কার্যালয় জনসংযোগ বিভাগের জি এম মামুনুর রহমান; বুয়েট মাখা প্রধান মো. শাহজাহান; ঢাকা নিউ মার্কেট শাখা প্রধান তরুণ কুমার বসু; প্রধানমন্ত্রীর কার্যালয় করপোরেট শাখার জাকির হোসেন খাঁন; প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের মো. রইছ উদ্দিন; খুলনা জেনারেল ম্যানেজার্স অফিসের মো. শাহজাহান আলী শেখ; প্রধান কার্যালয়ের ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের আ. লতিফ মিঞা এবং কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের মো. সিরাজুল ইসলাম।
প্রকাশিত তালিকায় বলা আছে, ৩১-১২-২০১৪ তারিখ ভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০০৮ মোতাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হতে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতির জন্য অনুমোদিত মেধা ও জ্যেষ্ঠতা ভিত্তিক সমন্বিত তলিকা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top