সকল মেনু

২ ফেব্রুয়ারি থেকেই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২ ফেব্রুয়ারি থেকেই এসএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি থেকেই অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

বুধবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় নির্বিঘ্ন পরীক্ষা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসময় নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদে পরীক্ষা দিতে পারে এজন্য পরীক্ষার পূর্বেই এই কর্মসূচী বন্ধ করেন। এটিই আমাদের কমিটির সিদ্ধান্ত ও সমগ্র শিক্ষা পরিবারের আহ্বান। আমরা এইটুকু আশা করতে পারি যারা এই কর্মসূচী দিচ্ছেন তাদের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ রয়েছে। এখন তা চাপা পড়ে আছে। সেটা জাগ্রত হবে এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষা দেয়ার জন্য তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন।’

তিনি আরো বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস করে কেউ রেহাই পাবে না। প্রশ্ন ফাঁসের কোন চেষ্টাও করতে পারবেন না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top