সকল মেনু

‘মুখফোঁড়’ লোকদের কথার গ্রহণযোগ্যতা নেই-সৈয়দা সাজেদা চৌধুরী

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: ‘মুখফোঁড়’ লোকদের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই তাদের কথা গ্রহণ না করতে জনগণ ও দলের নেতাকর্মীকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। মঙ্গলবার দুপুরে আওয়ামী সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। গত রোববার নিউইয়র্কে টাঙ্গাইল কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন ‘আমি হজ ও তাবলীগ বিশ্বাস করি না’, ‘জয় দলের কেউ না’। মন্ত্রীর এসব মন্তব্যের প্রতিবাদে সাজেদা চৌধুরী এমন মন্তব্য করেছেন। সাজেদা চৌধুরী বলেন, যারা বিদেশে বসে এমন মন্তব্য করে তারা ‘মুখফোঁড়’। অনেকেরই ‘মুখফোঁড়’ আছে। তারা অনেক সময় অনেক কথা বলেন। এটা তাদের স্বাধীনতা। এ সময় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীকে এ সব কথা গ্রহণ না করার আহ্বান জানান সাজেদা চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top