সকল মেনু

বিকেলে মহিলা আসনের তফসিল

ঢাকা,  ২৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আসছে  আজ রো্ববার।   আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, সম্ভাব্য তফসিল অনুযায়ী  ৪ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই  হবে আগামী ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সময়  ১২ মার্চ বিকেল ৫ টা।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি দলগুলো নিজেদের সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ৫০টি আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচটি দল নিয়ে জোট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও সংরক্ষিত আসনের এমপিরা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা পৃথকভাবে কমিশনে তাদের অবস্থানের কথা আগেই জানিয়েছেন।

সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৩৪টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-১ ও ২ আসনের সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেনি কমিশন। এছাড়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বর্তমানে সংসদে এককভাবে আওয়ামী লীগের ২৩১টি আসন রয়েছে। বিরোধী দল জাতীয় পার্টির রয়েছে ৩৪টি আসন। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছয়টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাঁচটি, জাতীয় পার্টি-জেপি দুটি, বাংলাদেশ তরিকত ফেডারেশন দুটি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট একটি  আসন পেয়েছে। ১৬ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৫০টি সংরক্ষিত মহিলা আসনে সংখ্যানুপাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ৪২টি, জাতীয় পার্টি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top