সকল মেনু

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

হট নিউজ ২৪:
গাজীপুরের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় র‍্যাব-১ এর দু’জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি টহল টিম গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় যায়। এ সময় তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থামালে উপস্থিতি টের পেয়ে ৬/৭জন সন্ত্রাসী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‍্যাব-১ এর এএসআই সানা উল্লাহ ও উজ্জ্বল আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top