সকল মেনু

ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট দাবি বিএফইউজের

হট নিউজ ২৪:

আগামী ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এ ছাড়া জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন পাস এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল সার্কিট হাউসে বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামুন, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ। উপস্থিত ছিলেন সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, মহসীন কাজীসহ সারা দেশ থেকে আসা সাংবাদিক ইউনিয়নের নেতারা। সভায় শাবান মাহমুদ বলেন, ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ ও গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বরিশাল অশ্বিনী কুমার হলে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিএফইউজের সভাপতিসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি বলেন, ‘বিএফইউজের অন্তর্ভুক্ত সংগঠন হিসেবে বিইউজেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের কর্মজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে বিইউজে নতুনভাবে কাজ শুরু করবে বলে আশা রাখি।’

বিইউজের সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, ডিইউজের সভাপতি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, বিইউজের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস প্রমুখ। সারা দেশ থেকে আসা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

পরে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব বিএফইউজের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ক্লাব মিলনায়তনে সভাপতি কাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি, মহাসচিব, ডিইউজের সভাপতি, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top