সকল মেনু

ইংল্যান্ড না ক্রোয়েশিয়ার কে যাবে ফাইনালে ! উট কি বললো ?

হটনিউজ ডেস্ক:

ফাইনালে উঠার লড়াইয়ে আজ মস্কোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। সর্বশেষ ইংলিশরা যখন সেমিফাইনাল খেলেছিল (১৯৯৬ সালের ইউরোতে), তখন চাপেই ভেঙে পড়েছিল। জার্মানির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন বর্তমান কোচ গ্যারেথ সাউথগেটই।

ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় দল হিসেবে কে হবে ফ্রান্সের প্রতিপক্ষ তা নির্ভর করছে আজকের ম্যাচের উপর। আজ দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়া-ইংল্যান্ডের অগ্নিপরীক্ষা। দুই দলের কাছেই এর তাত্পর্যটা সমান। কেননা দীর্ঘ অপেক্ষার পরে আজ স্বপ্ন জয়ের পথে সামনা-সামনি দুই দল। প্রত্যাশা একটাই খালি হাতে না ফিরে যাওয়া। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত বারোটায়।

ফিফা বিশ্বকাপের ২১তম আসরটা নতুনদের জন্যই। একে একে ফেভারিটদের বিদায় আর তারুণ্য শক্তির আধিপত্যে। সব মিলিয়ে হয়তো নতুনদের ছোঁয়ার অপেক্ষাতেই আছে বিশ্বকাপের সোনালি শিরোপা।

আজকের ম্যাচ নিয়ে ভবিষ্যতদ্বানী করেছে জোতিষ্যি শাহিন উট। ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়াকে বিজয়ী ঘোষনা করেছে আলোচিত সেই শাহিন উট। উল্লেখ্য, গতকালের সেমিফাইনালে এই উট ফ্রান্সকে বিজয়ী ঘোষনা করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top