সকল মেনু

সাংবাদিক নূরুর নিঃশর্ত মুক্তি ও উৎপল দাসের সন্ধান চাই -বিএফইউজে ও ডিইউজে

হটনিউজ ডেস্ক: সাংবাদিক আবুল বাশার নূরুকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়িয়ে গ্রেফতার ও সাংবাদিক উৎপল দাস নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর, ২০১৭) এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, আবুল বাশার নূরু ও উৎপল দাসের ঘটনায় সাংবাদিক সমাজ মর্মাহত ও ক্ষুব্ধ। বিবৃতিতে নেতারা বলেন, টঙ্গী থানার একটি মামলায় অসুস্থ আবুল বাশার নূরুকে গ্রেফতার করে কারাগারে পাঠানোতে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অন্যদিকে গত ১০ অক্টোবর থেকে উৎপল দাস নিখেঁাঁজ হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়া উদ্বেগজনক। উৎপল দাসের সন্ধান চেয়ে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তাকে উদ্ধারের কোনো কার্যকর প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি।এই পরিস্থিতিতে সাংবাদিক সমাজ অবিলম্বে আবুল বাশার নূরুর নিঃশর্ত মুক্তি ও উৎপল দাসকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সাংবাদিক সমাজ দ্রুত এ দু’টি ঘটনার ইতিবাচক নিস্পত্তি চেয়ে সরকার, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যথাযথ হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top