সকল মেনু

আশুলিয়ায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি: প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাভারের আশুলিয়ায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে পুড়ে পাঁচটি ঝুটের গুদাম ছাই হয়ে যায়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে স্থানীয়রা আশুলিয়ার ভলিবদ্র এলাকার উত্তরপাড়া মহল্লায় ঝুটের গুদামে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। গুদামের চারদিকে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর আগেই আগুন আরও চারটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ধামরাই, কালিয়াকৈর, টুঙ্গি ও ফায়ার সার্ভিস সদরসহ আশপাশের আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘আগুনের তীব্রতা বেশি ছিল। তাই পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও ৭টি ইউনিট এসে যোগ দেয় এবং শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে।’ তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে কিছু জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top