সকল মেনু

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জোড় ইজতেমা সমাপ্ত

istema_49196হটনিউজ২৪বিডি.কম : আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে আজ মঙ্গলবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ প্রাঙ্গনে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আজ দুপুর ১২টার দিকে মাওলানা মো. জমসের মুসলিম উম্মার শান্তি কামনা করে জোড় ইজতেমার আখেরী মোনাজাত পরিচালনা করে। বিভিন্ন কারণে এ জোড় ইজতেমায় ৮ মুসল্লির মৃত্যু হয়েছে। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি ইঞ্জিনিয়ার মাওলানা গিয়াস উদ্দিন জানান, হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে গত ২ডিসেম্বর শুক্রবার থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। এ সময় মুসল্লিরা জিকির, বয়ান ও মহান রব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করেন। তিনি জানান, আগামী ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে । ২২ জানুয়ারি তা শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top