সকল মেনু

হ্যান্ডকাফ দিয়ে আসামির আত্মহত্যা-চেষ্টার অভিযোগ

5cb039a905b6154ec11a5f7a21b7f247-5830444c882ebহটনিউজ২৪বিডিকম : রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি তার হাতে পরানো হ্যান্ডকাফ দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে, এমন অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। আহত আসামির নাম স্বপন (২৬)। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, স্বপনকে বেলা সোয়া ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি প্রলয় কুমার হটনিউজ২৪বিডিকে বলেন, ‘একটি ডাকাতি মামলায় গত ১৬ নভেম্বর স্বপনকে গ্রেফতার করা হয়। সে ভাসমান ডাকাত। তার কোনও নির্দিষ্ট ঠিকানা নেই। ওই মামলায় আজ ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠান হয়েছিল। সে আদালতে পৌঁছে টয়লটে যায়। টয়লেটের ভেতরে বসে তার হাতে পরানো হ্যান্ডকাফ দিয়ে নিজের গলায় নিজেই আঘাত করে। এতে তার গলায় সামান্য আঁচড় লেগেছে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে আসা হয়েছে।’

ওসি বলেন, ‘আদালতে জবানবন্ধি রেকর্ড করার আগেই সে এই ঘটনা ঘটায়। হাসপাতাল থেকে ফেরার পর তাকে আর আদালতে নেওয়া হয়নি। পরবর্তীতে নেওয়া হবে। এখন সে পুলিশের হেফাজতেই আছে।’

ঢামেক হাসপাতালের নাক কান ও গলা বিভাগের চিকিৎসক ও সহকারী রেজিস্ট্রার ডা. আসাদুজ্জামান রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বপনের গলার একপাশের চামড়া কেটে গেছে। শরীরের বিভিন্নস্থানে আঁচড়ের চিহ্ন আছে। তবে আঘাত গুরুতর নয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top