সকল মেনু

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা

messi-1220160627050610-290x151 (1)খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা সেই লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে সোমবার আবারও হতাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকদের। আর তাই দীর্ঘ শিরোপা খরার যন্ত্রণায় সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পর এমন ঘোষণা দেন ফুটবলের জাদুকর। খেলা শেষে সংবাদকর্মীদের মেসি বলেছেন, ‘সম্ভবত জাতীয় দলের হয়ে এটিই আমার শেষ খেলা।’

নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে প্রথম শট গোলপোস্টের বাইরে করেন ফুটবলের এ জাদুকর। এতে আর্জেন্টিনার কাপ জেতা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। শেষে ৪-২ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও কাপ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

২০১৪, ২০১৫ ও ২০১৬। টানা তিন বছর ফাইনালে খেলার কীর্তি গড়েছে আর্জেন্টিনা। দুর্ভাগ্যের বিষয়, তিনটিতেই তারা হারের মুখ দেখেছে। সমর্থকরা বলছেন, ফাইনাল কি তাহলে তাদের জন্য অভিশাপ? গোটা টুর্নামেন্টে ছান্দিক ফুটবল খেলে শিরোপা নির্ধারণী ম্যাচে কেন যেন খেই হারিয়ে ফেলেন লিওনেল মেসিরা।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরেকবার খলনায়কের আসনে বসলেন মেসি! প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ছিলেন নিজের ছায়া হয়ে। এরপর টাইব্রেকারে যা করলেন, তা আর্জেন্টিনার দলীয় অধিনায়কের নামের পাশে সত্যিই বেমানান। এ পর্যায়ে প্রথম শট নিতে এসে ব্যর্থতার পরিচয় দিলেন। বল ভাসিয়ে দিলেন শূন্যে। আর্জেন্টিনার জয়ের স্বপ্নও যেন হাওয়ায় ভেসে গেল। ২৩ বছরের শিরোপা খরা ঘোচানো তো দূরের কথা, বাড়ল আক্ষেপের সময়টাও।

সোমবার সকালে ২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনালেরই পুনরাবৃত্তি হলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপায়। টাইব্রেকারে সেই চিলির কাছে ৪-২ গোলে ব্যবধানে হেরে ফের শিরোপা বিসর্জন দিল আর্জেন্টিনা।

অপরদিকে, কোপায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চিলি। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতেছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারে নিয়ে গেছে ম্যাচটি। মেসি-হিগুয়েনদের হতাশ করে ট্রফি নিজেদের শোকেসে তুলেছেন অ্যালেক্সিস সানচেস-ভিদালরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top