সকল মেনু

স্পিকারের সাথে জেইটিআরও প্রতিনিধির সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা, ১৯ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : জাপান এক্সটার্নাল ট্রেইড অর্গানাইজেশেনের (জেইটিআরও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কেই কাওয়ানো আজ সংসদ ভবনে স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় স্পিকার জাপান সফরে তার অভিজ্ঞতা এবং জাপানের প্রধানমন্ত্রী ও জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সাথে সাক্ষাৎ এবং তাদের আন্তরিকতার কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে কেই কাওয়ানো বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং জাপান এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের দেশেও নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রশংসার দাবীদার।
এসময় জেইটিআরও এর এসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ মারি তানাকা, পরিচালক লিটন সি. সরকারসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top