সকল মেনু

কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন শুক্রবার

ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শুক্রবার
ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শুক্রবার

০৯ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ :  বেশ কিছু কর্মসূচি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আগামী শুক্রবার ১১ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা।

সফরসুচী অনুযায়ী প্রথমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। কমনওয়েলথ মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার রাতে একটি নৈশভোজের আয়োজন করছেন।

ওই দিন সকালে মন্ত্রী ও মহাসচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এর এক সূত্র জানিয়েছে, চলতি মাসের ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর ১৪তম বৈঠক আয়োজনের সূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী গণ ওই আয়োজনে অংশ নেবেন। বৈঠকে সংস্থার বৃহত্তর কল্যাণে করণীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে কনওয়েলথ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top