সকল মেনু

শিগগিরই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংস বিষয়ক মন্ত্রী আনিসুল হক -ফাইল ফটো
আইন, বিচার ও সংস বিষয়ক মন্ত্রী আনিসুল হক -ফাইল ফটো

সংসদ ভবন, ২ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সংসদ কার্যে নির্বাচন কমিশনের দাত্বিয়প্রাপ্ত আইন, বিচার ও সংস বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শিগগিরই স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জনগণের হাতে পৌঁছে দেয়া হবে।
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৮ বছরের কম বয়সী নাগরিকদের পরিচয় নিবন্ধন ও তাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য আইডিইএ-২ প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জনগণের হাতে পৌঁছে দেয়া শুরু হবে।
তিনি বলেন, গত ২৩ আগস্ট পর্যন্ত ৯ কোটি ৬২ লাখ এক হাজার ৪৯৮ জন ভোটারের তথ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top