সকল মেনু

২ বছরে ৩২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক: বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর

WB-Country-Director (1)আন্তর্জাতিক উন্নয়নের অংশ হিসাবে আগামী দুই অর্থবছরে বাংলাদেশকে তিনশো বিশ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এরমধ্যে চলতি অর্থবছরে একশ ষাট কোটি ডলার এবং পরবর্তী অর্থবছরে একই পরিমাণ ঋণ সহায়তা দেবে সংস্থাটি।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাত শেষে একথা জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানস জাট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার পদ্মাসেতু প্রকল্পের ঋণ সহায়তার বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশে সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তা সম্ভব বলেও মত দেন তিনি। এছাড়াও বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ ভালো বলে তারও প্রশংসা করেন, তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top