সকল মেনু

বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে : প্রধানমন্ত্রী

5(26)আছাদুজ্জামান, হটনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সংগে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে জনগণের আকাক্সক্ষার বিরুদ্ধে কেউ যাবে না। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এবং তারা দৃঢ়ভাবে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। কাজেই আমি মনে করি না কেউ জনগণের ইচ্ছার বাইরে যাবে। বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেণ্ড ওল্লিংয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সংগে বিদায়ী সাক্ষাৎ করলে তিনি আরো বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের পথ অনুসরণ করে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব নির্বাচনই অবাঁধ, মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে এবং সরকার পরবর্তী সাধারণ নির্বাচনও একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং দেশ দু’টি পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারি দূরদৃষ্টির প্রশংসা করেন। তিনি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রীর প্রচেস্টার প্রশংসা করেন। তিনি বলেন, তার দেশ বিদ্যুৎ ও জাহাজ তৈরিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। পরে কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন। বৈঠককালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্ব দেয় এবং তা আরো সুদৃঢ় করার অপেক্ষায় রয়েছে। তিনি কাতারকে বিদ্যুৎ, বেসামরিক বিমান চলাচল, স্বাস্থ্যসেবা, পোশাক, ওষুধ ও রফতানিমুখী খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top