সকল মেনু

তদন্ত প্রতিবেদন জমা দিলো বিশ্বব্যাংক

padmabridge1হটনিউজ ডেস্ক: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি খতিয়ে দেখতে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছে। সচিবালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট অর্থমন্ত্রীর সাথে দেখা করে এ প্রতিবেদন জমা দিয়েছেন।
বিশ্বব্যাংক চাইলে তাদের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তবে, বাংলাদেশের নিজের পক্ষেই এখন পদ্মা সেতু নির্মাণ সম্ভব বলে মনে করেন বিশ্বব্যংক কান্ট্রি ডিরেক্টর। এছাড়া, আন্তর্জাতিক উন্নয়নের অংশ হিসেবে আগামী দুই অর্থবছরে বাংলাদেশকে তিনশো বিশ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এরমধ্যে চলতি অর্থবছরে একশ ষাট কোটি ডলার এবং পরবর্তী অর্থবছরে একই পরিমাণ ঋণ সহায়তা দেবে সংস্থাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top