সকল মেনু

তৃতীয় ফ্রন্ট গড়ার ডাক মমতার

4আর্ন্তজাতিক ডেস্ক: লোকসভার নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ও বিজেপির বাইরের দলগুলোকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার দলীয় সব পদ থেকে বিজেপির জ্যেষ্ঠ নেতা আদভানির ইস্তফার পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ আহ্বান জানান তিনি। লোকসভা নির্বাচনে বিকল্প জোট গড়ার ডাক দিয়ে মমতা বলেন, ‘দেশের সব আঞ্চলিক দলগুলোর জোটবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে একটি বিকল্প জোট গড়ার সময় এসেছে। দেশকে অপশাসন ও জনবিরোধী সিদ্ধান্তের হাত থেকে বাঁচাতে এবং উন্নততর ভারত গড়তে আমি সব অ-কংগ্রেসি এবং অ-বিজেপি দলগুলোর কাছে একটি ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা একসুরে কথা বলি।’ ফেসবুকে আগামী সাধারণ নির্বাচনের জন্য রণকৌশল স্থির করারও আহ্বান জানান মমতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার ফেসবুক বার্তার সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top