সকল মেনু

কেন্দ্রীয় নেতারা খুলনায়

Kcc-sm20130511131733খুলনা ব্যুরো:খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসতে শুরু করেছেন। কেসিসি নির্বাচন নির্দীয় হলেও কেন্দ্রীয় নেতারা খুলনায় এসে প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রাজনৈতিক উত্তাপ ছরাচ্ছেন। জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবরও খুলনায় এসে বিএনপির মনিরুজ্জামান পক্ষে প্রচারণা চালান। ১৮ দলীয় ঐক্যজোট, ১৪ দলীয় ঐক্যজোট ও জাতীয় পার্টির কয়েকজন হেভীওয়েট নেতা ইতোমধ্যেই খুলনায় এসে ৩ মেয়র প্রার্থী-আওয়ামীলীগের তালুকদার আব্দুল খালেক, বিএনপির মনিরুজ্জামান মনি ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। কেউ কেউ বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আরও কয়েকজন কেন্দ্রীয় নেতাও খুলনায় আসছেন বলে জানা গেছে।‘সম্মিলিত নাগরিক কমিটি’ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের তালা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইতোমধ্যেই আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুল আলম হিরণ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগসহ কয়েকজন নেতা খুলনায় এসে ঘুরে গেছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খুলনায় আসছেন।‘ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম’ মনোনীত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মশিউরর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। তারা প্রতিদিন আনারস প্রতীকে’র সমর্থনে গণসংযোগ করছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রাক্তণ মন্ত্রী তরিকুল ইসলাম খুলনায় রয়েছেন।কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ারও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খুলনায় আসছেন।‘খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটি’র মনোনীত প্রার্থী জাতীয় পার্টির শফিকুল আলম মধু দোয়াত-কলম প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রাক্তণ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত ইতোমধ্যেই খুলনা ঘুরে গেছেন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়ের নেতৃত্বে জাতীয় পার্টির একটি টিম নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top