সকল মেনু

বিবিসি’র নির্বাচনী সংলাপে তিন মেয়র প্রার্থী

খুলনা: রাজশাহীর পর বিবিসি আয়োজিত নির্বাচনী সংলাপ এবার খুলনায় অনুষ্ঠিত হয়েছে।সোমবার বয়রাস্থ সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে রাত ৮টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া সংলাপ রাত ৯ টা ৫০ মিনিটে শেষ হয়।

এতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মনিরুজ্জামান মনি এবং নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির শফিকুল ইসলাম মধু অংশগ্রহণ করেন।

এ সময় নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের ভূমিকা এবং সিটি কর্পোরেশনকে একটি কার্যকরী সেবাদান প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে মেয়র পদপ্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিন প্রার্থী।

১৫ই জুন চারটি সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
বিবিসি বাংলার সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় নির্বাচনী সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।

সংলাপে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, “আমি মেয়র থাকা অবস্থায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এখনও অনেক কাজ চলমান। ২০১৬ সালে এসব কাজ শেষ হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আধুনিক খুলনা গড়তে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবো।”

মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, “নির্বাচিত হলে পার্ক তৈরি ও সংস্কার, জলবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়নসহ আধুনিক নগরী গড়তে সবই করবো।”

মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, “আমি নির্বাচিত হলে নগরীর ৩১টি ওয়ার্ডে শিক্ষার আলো ছড়িয়ে দিবো। বাজারগুলোকে ফরমালিন মুক্ত করবো।”

এ সময় বিবিসি বাংলাদেশ সংলাপের প্রেস অফিসার অনন্যা সান্যালসহ দর্শক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার পর নির্বাচনী সংলাপ ১২ই জুন অনুষ্ঠিত হবে বরিশালে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top