সকল মেনু

একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল অগ্নিদগ্ধ গৃহবধু

images (9)সেতু ইসলাম,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর নির্যাতনে একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল বিথি (২০) নামে অগ্নিদগ্ধ এক গৃহবধু ।  সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। বিথি উপজেলার মধ্য কামারগাও এলাকার আকমল মিয়ার মেয়ে। বিথির মা মিনু বেগম জানান, গত ৮মে দুপুরে বিথির স্বামী একই এলাকার খলিল মিয়ার ছেলে রুবেল (২৫) যৌতুকের টাকার জন্য নির্যাতন করে বিথির গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে বিথির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বিথিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঐ দিনই মিনু বেগম বিথির স্বামী রুবেলসহ পাচঁ জনকে আসামী করে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় বিথির স্বামী রুবেল ও রুবেলের চাচা রফিককে গ্রেপ্তার করেছে। বিথির মা আরো জানান, সাত আট মাস পূর্বে রুবেলের সাথে বিথির বিয়ে হয়। এর আগে বিথির সাথে রুবেলের প্রেমের সম্পর্ক থাকলেও রুবেল বিথিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে সমাজপতিদের চাপে রুবেল বিথিকে দুই লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে করে। এ জন্য সমাজপতিদের দিতে হয় পঞ্চাশ হাজার টাকা। বিয়ের বিষয়টি রুবেলের পরিবার স্বাভাবিক ভাবে নিতে পারেনি। এজন্য রুবেলের পরিবারের লোকজন প্রায়ই বিথির সাথে খারাপ আচরণ করতো। রুবেলও প্রায় সময়ই আরো যৌতুক এনে দেওয়ার জন্য বিথির উপর নির্যাতন চালাত বলে বিথির পরিবারের লোকজন অভিযোগ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই খালিদ হোসেন জানান, মামলার এজাহার ভুক্ত পাঁচ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top