সকল মেনু

কেসিসি নির্বাচন এ যানবাহন চলাচলে কতিপয় নিষেধাজ্ঞা

download (16)খুলনা ব্যুরো:১৫ জুন খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশের ৮৮ ধারা বলে যানবাহন চলাচলের ওপর কতিপয় নিষেধাজ্ঞা জারী করেছেন। নিষেধাজ্ঞার আওতায় খুলনা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৪ জুন দিবাগত মধ্যরাত ১২টা হতে ১৫ জুন, ২০১৩ মধ্যরাত ১২টা পর্যন্ত বেবীট্যাক্সি/অটোরিক্সা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস,জীপ, পিক-আপ, কার, ট্রাক এবং টেম্পো চলাচল করতে পারবে না। তাছাড়া ১২ জুন দিবাগত মধ্যরাত ১২টা হতে ১৫জুন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচল করতে পারবেনা।

এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের(পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক(পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি প্রয়োজনে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top