সকল মেনু

সেমিস্টার ফি ও মাস্টার্সের ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলন

download (11)রিপন হোসেন, যশোর প্রতিনিধি :অনার্সের সেমিস্টার ফি ও মাস্টার্সের ভর্তি ফি কমানোর দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে আজ সকাল সাড়ে ১১টার সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে। এর আগে তারা ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিলও বের করে। এর আগে একই দাবিতে গত ৮ জুন সারাদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সব কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে ভাইস চ্যান্সেলরের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও ভর্তি ফি কয়েক গুণ বেশি। শিক্ষার্থীরা বলেন, ১৮ তারিখের মধ্যে সেমিস্টার ফি ও ভর্তি ফি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে এবং সে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে ভাইস চ্যান্সেলর গত ২১ মে শিক্ষার্থীদের বলেছিলেন। কিন্তু এরপরই তিনি সকল বিভাগীয় প্রধানদের ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার নির্দেশ দেন। শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক বলেও তিনি মিডিয়াকে বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top