সকল মেনু

টেক্সটাইল ও চামড়া শিল্পে ‘গ্রিন ফান্ড’ চালু করছে কেন্দ্রীয় ব্যাংক

1452948470নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জানুয়ারি :  টেক্সটাইল চামড়া শিল্পে টেকসই উন্নয়ন তরান্বিত করতে ‘গ্রিন ট্রান্সফর্মেশন ফান্ড’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিকে পরিবেশবান্ধব করতে রফতানিমুখী এই শিল্পে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

টেক্সটাইল ও চামড়া শিল্পে পরিবেশবান্ধব উপায়ে পণ্য উৎপাদনে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন শিল্পোদ্যোক্তারা। ‘গ্রিন ফাইন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শিরোনামে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বকে জানাতে চাই আমরা পরিবেশবান্ধব পোশাক ও চামড়া পণ্য উৎপাদন করব। বংলাদেশকে পরিবেশবান্ধব হিসেবে বিশ্বে পরিচিত করা আমাদের উদ্দেশ্য।

বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, রিসাইক্লিং, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে শিল্প প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ঋণ নিতে পারবে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top