সকল মেনু

হাতির ভয়ে গাছের ওপর বসবাস

1452943521আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জানুয়ারি : মিয়ানমারে বন্য হাতির হাত থেকে বাঁচতে গাছের ওপর তৈরি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন একটি গ্রামের বাসিন্দারা। খাবারের সন্ধানে গ্রামটিতে প্রায়ই বন্য হাতির পাল হানা দেয়। এতে হাতির পায়ে চাপা পড়ার ভয়ে গাছের ওপর আশ্রয় নিয়েছেন লোকজন।

হাতির তাণ্ডবের কারণে কিয়াত চুয়াং নামের ওই গ্রামের বাসিন্দারা উঁচু স্থানে কাঠ ও বাঁশের ঘর নির্মাণে বাধ্য হয়েছেন। গ্রামবাসীরা জানান, হাতির পাল তাদের শস্যক্ষেত ও বাড়িঘর ধ্বংস করেছে। হাতির পায়ে পিষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গেছেন।

ওই গ্রামেরই এক বাসিন্দা সান লুইন বলেন, ‘আমাদেরকে নিরাপত্তার জন্য আমাদের ঘরগুলোকে গাছের ওপর নিয়ে যেতে হয়েছে।’ হাতির পাল কাছাকাছি চলে এলে গাছের কয়েক মিটার উঁচুতে তৈরি ঘরে উঠে পড়েন লোকজন। সূত্র: এএফপি

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top