সকল মেনু

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী

1452951047নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জানুয়ারি :  ঝালকাঠিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, ১০ বছর আগে ২০০৬ সালের ২৪ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এ সম্মেলনের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আজকে যখন বিদেশে শ্রমিক ছাটাই হচ্ছে তখন বাংলাদেশে নতুন শ্রমিক কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে। আগামীতে বিশ্ব ব্যাংকের টাকা ছাড়াই এ দেশের বাজেট ঘোষণা হবে।’

তিনি আরো বলেন, ‘২০১৫ সালে যারা এ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তারা এখন গণতন্ত্রের কথা বলছে।’

মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, ‘খালেদা জিয়া বুঝতে পেরেছে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের কিছুই করা যাবেনা। তাই সঠিক পথে এসে নির্বাচনে অংশ গ্রহণ করছে। ২০১৯ সালেও তিনি নির্বাচনে অংশগ্রহন করবেন।’

এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top