সকল মেনু

কুড়িগ্রাম সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। কাশিপুর বিওপির হাবিলদার মোদাচ্ছের আলী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে শনিবার ভোর ৪টার দিকে মেইন পিলার ৯৪৩ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিয়াবাড়ী নামক স্থানে অবস্থান গ্রহণ করে।  পরে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ১৬৫ বোতল ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জাকির হোসেন জানান, আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top