সকল মেনু

সাড়ে ৩ কোটি টাকার মোবাইল ফোন জব্দ শাহজালালে

1452767034নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ জানুয়ারী :  সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১৬ কার্টন বোঝাই মোবাইল ফোন জব্দ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরের বিমানবন্দরের কার্গো ভিলেজে এসব মোবাইল সেট জব্দ করা হয় বলে বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানিয়েছেন। তিনি বলেন, ‘১৬টি কার্টনে মোট একহাজার ৭০২টি মোবাইল ফোন পাওয়া গেছে, যেগুলোর দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা। এএফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কোনো ঘোষণা না দিয়ে গত বছরের ৮ নভেম্বর মোবাইল ফোনগুলো হংকং থেকে আনে। পণ্যগুলো কেউ বুঝে না নেওয়ায় শুল্ক কর্তৃপক্ষের নজরে ছিল।’

জব্দ করা পণ্যগুলো রাষ্ট্রীয় গুদামে রাখা হয়েছে জানিয়ে এই শুল্ক কর্মকর্তা বলেন, শুল্ক ও জরিমানাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে এএফ এন্টারপ্রাইজ পণ্য বুঝে নিতে আবেদন করবে বলে জানিয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top