সকল মেনু

চলে গেলেন বাংলাদেশের বন্ধু জেনারেল জ্যাকব

1452678675আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৩ জানুয়ারী : ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ভারতের লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর  জ্যাকব। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

সামরিক হাসপাতালের সূত্র জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৩ সালে জন্মগ্রহণ করেন জ্যাকব। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের দায়িত্বে ছিলেন। একাত্তরে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজে হাতে দলিলের খসড়া লিখেছিলেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

১৯৭৮ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন জ্যাকব। এরপর তিনি গোয়া ও পাঞ্জাবের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। খবর: জিনিউজ ও ইন্ডিয়া টুডে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top