সকল মেনু

রাষ্ট্রপতির সঙ্গে জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাত

1452605425নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ জানুয়ারী : জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন। জাপানে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিনিয়োগের লক্ষ্যে উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

২০২০ সালে জাপানে অনুষ্ঠেয় অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের কর্মীরা যাতে অংশ নিতে পারে সেলক্ষ্যেও ব্যবস্থা নেয়ার জন্য তার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানি শিক্ষা বৃত্তি বাড়ানোর উদ্যোগ নিতেও বলেন তিনি।

রাবাব ফাতিমা এ সময় রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা চান।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top