সকল মেনু

নরসিংদীতে ট্রেন লাইনচ্যূত নিহত ২, আহত ৩০

ট্রেন-লাইন-চ্যূত-600x400নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ জানুয়ারি : নরসিংদীতে নবনির্মিত টঙ্গী-ভৈরব ডবল লাইনে কমিউটার ট্রেন লাইনচ্যূত হয়ে দুইজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের নতুন ৩নং লাইনের হোম সিগন্যাল কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে নরসিংদী শহরে উত্তরাংশের সঙ্গে দক্ষিণাংশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়। ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে নবনির্মিত ৩নং লাইনের ফেসিং পয়েন্টের ওপর উঠার পর ইঞ্জিন লাইনচ্যূত হয়ে উল্টে পড়ে যায়। ইঞ্জিন সংলগ্ন একটি বগির সামনের চারটি চাকাও লাইনচ্যূত হয়। এ সময় বগির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে কমপক্ষে ৩০ জন আহত হন

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।

হটনিউজ২৪বিডি..কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top