সকল মেনু

সেনা প্রশিক্ষণের মাত্রা ও কৌশলে পরিবর্তন চান রাষ্ট্রপতি

1452163595নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৭ জানুয়ারি : তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক প্রসারে সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর প্রশিক্ষণের মাত্রা ও কৌশলে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক প্রসারের ফলে নিরাপত্তা সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই প্রশিক্ষণের মাত্রা এবং কৌশলেও পরিবর্তন আনতে হবে। বিশ্বের অন্যান্য উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনাবাহিনীকেও এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ‘শীতকালীন যৌথ প্রশিক্ষণ ও ব্রিগেড গ্রুপ অ্যাটাক’ পরিদর্শনের পর দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

খবর বিডিনিউজের।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top