সকল মেনু

সংলাপে বিএনপির সামনে ওবায়দুল কাদেরের তিন শর্ত

1452084266নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৬ জানুয়ারি :  বিএনপির সঙ্গে সংলাপের জন্য তিনটি শর্ত দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৫ জানুয়ারি রাজধানীর নয়া পল্টনের এক সমাবেশে বিএনপি প্রধানের সংলাপ-সমঝোতার আহ্বানের জবাবে ওবায়দুল কাদের বুধবার এক অনুষ্ঠানে শর্ত হিসেবে তিনটি বিষয়ে বিএনপির দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৫ অাগস্টে জন্মদিন উদযাপন বন্ধ করলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে সমঝোতায় বসতে পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যের অপর দুটি শর্ত হচ্ছে- বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে এবং পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপি এই তিন শর্ত মানলে গণতন্ত্রের স্বার্থে ‘সমঝোতা ও সংলাপের’ জন্য আওয়ামী লীগ ‘রক্তাক্ত ইতিহাসসহ অনেক কিছু ভুলতে’ পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে অবিলম্বে ‘সুষ্ঠু’ নির্বাচনের দাবি জানিয়ে তা অনুষ্ঠানে সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন।

১৯৯৪ সাল থেকে খালেদা জিয়া ১৫ অাগস্ট তার জন্মদিন উদযাপন করে আসছেন। তবে ১৫ অাগস্ট খালেদা জিয়ার জন্মদিন কিনা- তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার আরো জন্ম তারিখের হদিসও পাওয়া যায়।

আওয়ামী লীগ মনে করে, ‘বিতর্কিত’ এই জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে খালেদা জিয়া দৃশ্যত ১৫ অাগস্ট হত্যাকাণ্ড ‘উদযাপন’ করে থাকেন।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘ভুলে গেলাম রক্তাক্ত ইতিহাস; ভুলেই গেলাম ১৫ অাগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা। জাতীয় স্বার্থে সেসব ঘটনাকে আমরা সমঝোতার পথে অন্তরায় হিসেবে দেখতে চাই না।

‘১৫ অাগস্টের খুনিদের পুরস্কৃত করেছেন; সেটা না হয় বাদ দিলাম। ২১ অাগস্ট শেখ হাসিনাকে ‘প্রাইম টার্গেট’ করে আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিলেন- সেটাও না হয় গণতন্ত্রের স্বার্থে বাদ দিলাম। আহসানউল্লাহ মাস্টারের, এএসএম কিবরিয়ার হত্যাকাণ্ডের রক্তাক্ত স্মৃতির কথাও না হয় ভুলে গেলাম।’

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসনে পল্টু, সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।

সমঝোতার শর্ত তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর দিন শেখ রাসেলেরও শাহাদাৎবার্ষিকী। বঙ্গবন্ধুর শাহাদাতের দিনে ১৫ অাগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কেক কাটা বন্ধ করতে হবে। পরিষ্কার কথা, গণতন্ত্রের স্বার্থে সমঝোতা চাই। কিন্তু বিএনপিকে সমঝোতার স্বার্থে পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে। এই তিন বিষয়ে সমঝোতা হলে সংলাপও হবে, সমঝোতাও হবে।’

‘কিন্তু ১৫ অাগস্টে বঙ্গবন্ধু ও শেখ রাসেলকে হত্যার দিন কেক কেটে আনন্দ করবেন আর সেই মুখেই আবার সংলাপ-সমঝোতার কথা বলবেন, সেই সমঝোতা চাই না।’- বাঙালি জাতি এমন সমঝোতা চায় না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সহিংস রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভায়োলেন্স, রক্তের রাজনীতি, পেট্রোল বোমা, ককটেল সহিংসতার রাজনীতি ছেড়ে বিএনপি যদি গণতন্ত্রের স্বার্থে সমঝোতা চায়, দেশের স্বার্থে সমঝোতা আমরা মানি। আবারো বলছি, এই তিনটি বিষয়ে আগে সমঝোতা হতে হবে, তারপর সংলাপ-সমঝোতা সবকিছুই হবে।’ বিডি নিউজ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top