সকল মেনু

এসব হরতালের দিন শেষ হয়ে গেছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

1452078168নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৬ জানুয়ারি : জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে ‘কাগুজে হরতাল’ হিসেবে অভিহীত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এসব হরতালের দিন শেষ হয়ে গেছে। নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যানবাহনসহ সবকিছু চলবে। নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল খারিজ করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড বহাল রেখে আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর আদেশের পর জামায়াত হরতালের ডাক দেয়।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুরের পল্লবীতে একাত্তর পরিবহন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই পরিবহন মিরপুর-মতিঝিল রুটে চলাচল করবে। এ সময় একাত্তরের চেতনা লালন করে নতুন এ পরিবহনটি চলবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top