সকল মেনু

সংসদ অধিবেশন শুরু ২০ জানুয়ারি

1451911070নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৪ জানুয়ারি : দশম জাতীয় সংসদের নবম (শীতকালীন) অধিবেশন বসছে ২০ জানুয়ারি। এ দিন বিকেল সাড়ে ৪টায় চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত সোমবার এ অধিবেশন আহ্বান করেন।

সোমবার বিকেলে সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আব্দুল্লাহ শিবলী সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ হয়। ১২ কার্যদিবসে শেষ হয় সেই অধিবেশন। অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন জমা হয়েছিল ১২৬টি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ২ হাজার ৫৯৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৪৯টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বাকিগুলো পঠিত হিসেবে গণ্য হয়।

অষ্টম অধিবেশনে মোট ২৭টি বিল উত্থাপিত হয়। এরমধ্যে ১০টি বিল পাস হয়। এ ছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিস পাওয়া যায়। এরমধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয়। ৭১ (ক) বিধিতে আলোচিত ১০৫টি নোটিসের ওপর দুই মিনিটের আলোচনা করেছেন নোটিস প্রদানকারী এমপিরা। ১৪৭ বিধিতে একটি নোটিসের উপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top