সকল মেনু

পুরুষ শ্রমিক নেয়ার নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

1451910631নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৪ জানুয়ারি :  বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেয়ার ওপর ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার।

তিনি বলেন, নারী শ্রমিক পাঠানো উৎসাহিত করতে সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে ওই নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছর সই হওয়া একটি চুক্তির আওতায় আমরা ২০ হাজার শ্রমিক পাঠিয়েছি। এখন তারা ওই অনানুষ্ঠানিক বাধা তুলে নিয়েছে।

অভিবাসন ও উন্নয়ন বিষয়ে বৈশ্বিক ফোরামে (জিএফএমডি) বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top