সকল মেনু

বেনাপোলে ১শ ভারতীয় রঙ্গিন কচ্ছোপ আটক

indexযশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দর সন্নিকটে পুটখালী সীমান্তে ভারতীয় ইছামতি নদীর বাংলাদেশ অংশের পাশ থেকে ভারত হতে পাচার হয়ে আসা ১’শ টি রঙ্গিন কচ্ছপ আটক করেছে ২১ ব্যাটালিয়নের বর্ডাব গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় তারা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। বিজিবি জানায়, তাদের কাছে গোঁপনে খবর আসে ভারত হতে সীমান্ত পথে পাচারকারীরা কচ্ছোপের একটি চালান ইছামতি নদী পার করে এপারে নিয়ে আসছে। এসময় বিজিবি সদস্যরা নদীর তীরে দাড়িয়ে তাদের ধাওয়া করলে মাথা থেকে ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ইন্ডিয়ার পন্ড টাটল নামে ১’শ টি জীবিত কচ্ছপ আটক করা হয় । খুলনা বনবিভাগের জুনিয়ার কর্মকর্তা অনিল কুমার বলেন, আটককৃত কচ্ছপগুলো তারা বিজিবি সদস্যদের কাছ থেকে গ্রহন করেছেন। এগুলো আপাতত খুলনা বণ্যপ্রানী সংরক্ষন অধিদপ্তরের রাখা হবে। পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তারা এবিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top