সকল মেনু

নরসিংদীতে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড়

norsingdhi1451768283নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩ জানুয়ারি : ঘোড়া শব্দটি আভিজাত্যের সঙ্গে মিশে আছে। এক সময় রাজা, জমিদার ও তাদের যোদ্ধাদের বাহন ছিল ঘোড়া। অনেক পৌরাণিক কাহিনিতেও ঘোড়ার উল্লেখ আছে। কালের বিবর্তনে অনেক কিছুই পাল্টে গেছে। কিন্তু ঘোড়া আছে।

ঘৌড়দৌড় এক সময় জনপ্রিয় বিনোদন ছিল। এখন তা আর দেখা যায় না বললেই চলে। ঐতিহ্যের কথা মাথায় রেখে শনিবার নরসিংদীর রায়পুরা উপজেলার আলিপুরায় স্থানীয় যুবসমাজ আয়োজন করে ঘৌড়দৌড় প্রতিযোগিতা। বোয়ালমারা মাঠে ঘৌড়দৌড় দেখতে হাজারো মানুষের সমাগম হয়।

এই ঘৌড়দৌড়ে অংশ নিতে নরসিংদীর পাশাপাশি কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে ঘোড়া নিয়ে হাজির হন প্রতিযোগীরা। তিনটি গ্রুপে ভাগ হয়ে দৌড়ের জন্য মাঠে নামে ২০টি ঘোড়া।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top